মাত্র ১৫ বছর বয়সে ইন্ডিয়ান ফ্যাশন উইকে কাজের সুযোগ পান বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ২০০৯ সালে তিনি মিস টিন ইন্ডিয়া খেতাব জেতেন। 

এরপর বিশ্বের বিভিন্ন ফ্যাশন উইকে মডেল হিসেবে দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চ। মডেল হিসেবে শীর্ষে থাকা অবস্থাতেই বলিউডে কাজের সুযোগ পান তিনি। এরইমধ্যে বেশকিছু ছবিতে কাজ করে হয়েছেন প্রশংসিত। বিশেষ করে ‘সিং সাহাব দ্য গ্রেট’, ‘সানামরে’, ‘হেট স্টেরি ফোর’ ও ‘পাগলপন্তি’ ছবিগুলোর মাধ্যমে দারুণ সফলতা পান উর্বশী। 

সম্প্রতি একটি আন্তর্জাতিক মিউজিক ভিডিও’র মডেল হিসেবেও প্রশংসিত হচ্ছেন তিনি।ইজিপ্টের গায়ক মোহাম্মদ রামাদানের ‘ভারসেস বেবি’ শিরোনামের গানে মডেল হয়েছেন তিনি। তবে করোনাকালে নিজেকে সংযত রেখেছেন তিনি। কাজ করেছেন খুব কম। 

প্রয়োজন না নাহলে বেরও হননি সেভাবে। এদিকে উর্বশী বর্তমানে মুম্বইতে নিজের ফ্ল্যাটেই থাকছেন। তার হাতে রয়েছে কমপক্ষে নতুন ৪টি ছবি। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে সেগুলোর শুটিং শুরু করতে চান না এ নায়িকা। ভারতে করোনায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হচ্ছে। 

এ অবস্থায় কাজ করতে নারাজ এ নায়িকা। উর্বশী বলেন, কাজের প্রস্তাব অনেক এসেছে এরই মধ্যে। মডেলিংও করছি না এই সময়ে। সিনেমার কাজও করছি না। তবে ৪টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছি। আমি এই সময়ে শিডিউল দিতে চাই না। অবস্থা আরো ভালো হোক। 

জীবন বাঁচলে অনেক কাজ করা যাবে। এদিকে করোনাকালে অসহায় মানুষের পাশেও দাঁড়াতে দেখা গেছে উর্বশীকে। 

কয়েক দফায় অর্থ ও খাদ্য সাহায্য করেছেন তিনি। এ নায়িকা বলেন, যাদের সামর্থ্য রয়েছে তাদের সবারই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত। কারণ অনেক মানুষ এখন বেকার। 

অনেকে অনাহারে দিন পার করছে। সেদিক থেকে এসব মানুষদের পাশে দাঁড়ানো আমার নৈতিক ও সামাজিক দায়িত্ব।