সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করেছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া, ভাড়–খালী, মাহমুদপুর, বাউখোলাসহ ছয়টি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। 

এবারের জামায়াতে নারীদের অংশগ্রহণও ছিলো চোখে পড়ার মতো।স্থানীয়রা জানান, দেশে একদিন পর ঈদের ঘোষণা হলেও প্রতিবছর কিছু মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন। তারা এটাকেই সঠিক বলে মনে করেন। 

যদিও বেশিরভাগ মানুষই এর বিরোধিতা করেন।বিগত একযুগ ধরে সাতক্ষীরা সদর, তালা ও আশাশুনি উপজেলায় কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।