শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ওপেনারদের এলিট ক্লাবে নাম লিখেয়েছেন তামিম ইকবাল। 

ক্রিকেট ইতিহাসে নবম ওপেনার হিসেবে শনিবার ১৪ হাজার রানের মালিক হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রান করা প্রথম বাংলাদেশিও তিনি।১৩ হাজার ৯৯৮ রান নিয়ে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামেন তামিম। 

ম্যাচের প্রথম ওভারেই ইসুরু উদানাকে চার মেরে এই মালিকফলকে পৌঁছে যান তিনি।শনিবারের ৫২ রানের ইনিংসটির পর ওয়ানডেতে তামিমের রান ৭৫০৪, টেস্টে ৪৭৮৮ এবং টি২০তে ১৭৫৮। 

আর তিন সংস্করণ মিলিয়ে এখন তামিমের মোট রান ১৪০৫০।আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সর্বোচ্চ ১৯২৯৮ রান করেছেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া। 

১৮৮৩৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে ক্রিস গেইল। এরপর গ্রায়েম স্মিথ ১৬৯৫০ রান, ডেসমন্স হেইন্স ১৬১২০ রান, বিরেন্দর শেবাগ ১৬১১৯ রান, শচীন টেন্ডুলকার ১৫৩৩৫ রান, অ্যালিস্টার কুক ১৫১১০ রান, ম্যাথু হেইডেন ১৪৮২৫ রান, ডেভিড ওয়ার্নার ১৪৮০৩ রানের মালিক। 

তামিম ও ওয়ার্নার ছাড়া এ তালিকার বাকিরা অবসর নিয়েছেন। তাই এই দু'জনের সামনে নিজেদের অবস্থান উন্নত করার ভালো সুযোগ রয়েছে।