ভারতে টানা তিন দিন ধরে করোনা শনাক্তের সংখ্যা দুই লাখের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ দিনের মধ্যে সবচেয়ে কম করোনা শনাক্ত হয়েছে। কমেছে মৃত্যুও। 

তবে এখনও এই সংখ্যা তিন হাজারের ওপরে ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন। গত ৪৬ দিনের মধ্যে যা সর্বনিম্ন। 

শনিবার এই সংখ্যাটি ছিল ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জন। একই সময় দেশটিতে করোনায় মারা গেছেন ৩ হাজার ৪৬০ জন। সর্বশেষ এই তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখের বেশি। 

এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষের।টানা ছয় দিনের মতো দেশটিতে করোনা সংক্রমণের হার ১০ শতাংশের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ৮ দশমিক ২ শতাংশ। 

এছাড়া একদিনে করোনামুক্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৩০৯ জন। সুস্থতার হার ৯১ দশমিক ২৫ শতাংশ।চলতি মাসের শুরুতে দেশটিতে দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা রেকর্ড ৪ লাখ ১৪ হাজার হয়েছিল।জনস হপকিন্সের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। 

সম্প্রতি সংক্রমণের দিক দিয়ে ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভারত। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রয়েছে ভারতের অবস্থান।১ মে থেকে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে (১৮ বছরের ঊর্ধ্বে) টিকাদানের কর্মসূচি হাতে নিয়েছে ভারত। 

সেই সঙ্গে করোনা সংক্রমণ কমাতে দেশটির বিভিন্ন রাজ্যে কঠোর বিধিনিষেধ আরেপ করা হয়েছে।