ভারতের বিহার ও উত্তরপ্রদেশে গঙ্গা নদীতে ভেসে এসেছে আরও কিছু মৃতদেহ। এর মধ্যদিয়ে মঙ্গলবার পর্যন্ত গঙ্গায় ভেসে আসা মৃতদেহের সংখ্যা ৭১-এ পৌঁছেছে। উত্তর প্রদেশের গাজিপুর জেলার গঙ্গা তীরবর্তী গ্রাম গেহমারে এরআগে গত কয়েকদিনে অর্ধশতাধিক মৃতদেহ ভেসে আসে। 

ভেসে আসা মৃতদেহগুলো ফুলে উঠেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ভেসে আসা এই মৃতদেহগুলো করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের বলে ধারণা করছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। সোমবার প্রশাসনের পক্ষ থেকে বিহার ও উত্তর প্রদেশে গঙ্গা নদীর তীরে অন্তত ৪০টি মৃতদেহ ভেসে আসার খবর নিশ্চিত করা হয়। 

আর বাকিগুলো এসেছে মঙ্গলবার। সোমবার বিহার থেকে নদীতে মৃতদেহ ভেসে আসার খবর প্রকাশের পর প্রশাসন ব্যবস্থা নিতে শুরু করে। 

লাঠি দিয়ে নদী থেকে মৃতদেহ তুলে মাটিচাপা দেওয়া হচ্ছে।গাজিপুর জেলা ম্যাজিস্ট্রেট এমপি সিং বলেন, মৃতদেহগুলো কোথা থেকে এসেছে আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।