তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে ৯৭ রানের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। 

এ দিন ২৮৭ রানের লক্ষ্যে মাঠে নেমে ৪২ ওভার ৩ বলে ১৮৯ রান করে গুটিয়ে যায় বাংলাদেশ।খেলার শুরুতে দ্বিতীয় ওভারে দুশমন্থ চামিরার প্রথম বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে উইকেট পতন হয় মোহাম্মদ নাঈমের। 

এরপর দলীয় ৯ রানে চতুর্থ ওভারে আবারও উইকেট হারাতে হয় টাইগারদের।এ দিন ওয়ান ডাউনে মাঠে নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাত বলে মাত্র ৪ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। 

এরপর দশম ওভারের দ্বিতীয় বলটাতে তামিম আউট হয়েছেন ২৯ বলে ১৭ রান করে। সতীর্থদের ব্যর্থতার দিনে আগের দুই ম্যাচে ভালো খেলা মুশফিকের ব্যটে আশা জাগালেও ২৪তম ওভারে রমেশ মেন্ডিসের বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। 

এ দিন ৫৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটসম্যান। এরপর আশা জাগিয়ে সাজঘরে ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকতও। ৭১ বলে ৫১ রান করে রমেশ মেন্ডিসের বলে ক্যাচ তুলে আউট হন তিনি। 

ঠিক সৈকতের পথেই পা বাড়ান আফিফ হোসেন। ৩৮তম ওভারের দ্বিতীয় বলে ভানিন্দু হাসারাঙ্গার বলে ক্যাচ তুলে আউট হন তিনি। 

অফিফের সংগ্রহ ১৭ বলে ১৬ রান। এরপর দুশমন্থ চামিরার ৩৯তম ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে শূন্য রানেই মাঠ ছাড়েন মেহেদী হাসান মিরাজ। একই ওভারের পঞ্চম বলে বোল্ড আউট হন তাসকিন আহমেদ। এরপর ৪ বলে ৮ রান করে স্ট্যাম্পিং আউট হন শরিফুল। 

শেষে মুস্তাফিজকে নিয়ে মাহমুল্লাহও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৩তম ওভারের ৩ নম্বর বলে ক্যাচ তুলে দিয়ে খেলা শেষ করেন মাহমুদুল্লাহ।এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরার সেঞ্চুরি এবং শেষ দিকে ধনঞ্জয়া ডি সিলভার হাফ সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৬ রানে সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা।প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। 

এবার শ্রীলঙ্কাকে ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও একের পর এক উইকেট পতনে হোয়াইট ওয়াশের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের।