করোনার ভয়াবহ ছোবলে ভারতে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। করোনা কাছের মানুষকে কেড়ে নিলেও তার জন্য দুঃখ প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না স্বজনরা। 

তার বদলে প্রিয়জনের শেষকৃত্য সম্পন্ন করতেই প্রাণ বেড়িয়ে যাচ্ছে তাদের। গত রোববার দেশটির হায়দরাবাদের এমনই এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসতেই আঁতকে উঠেছেন সবাই।করোনা সংক্রমণের জেরে স্ত্রীর মৃত্যুতে শোকে আচ্ছন্ন স্বামী। 

কিন্তু এমন সময়েও কাউকে পাশে পাননি তিনি। এরপর স্ত্রীর লাশ শ্মশানে নিতেও গাড়ি- অ্যাম্বুলেন্স কিছুই মেলেনি। 

এসময় অসহায় ওই স্বামী একাই স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ৩ কিলোমিটার পথ হেঁটে শ্মশানে যান। জানা গেছে, করোনায় প্রাণ হারানো ওই নারীর নাম নাগলক্ষ্মী। 

তিনি এবং তার স্বামী রাজ্যের কামারেড্ডি রেলস্টেশনের কাছে থাকতেন। নুন আনতে পান্তা ফুরোনোর সংসার ছিল তাদের। 

গত কয়েক দিন ধরেই নাগলক্ষ্মী অসুস্থ ছিলেন। করোনার চিকিৎসা করানো তার সামর্থের বাইরে ছিল। অবশেষে রোববার বিনা চিকিৎসাতেই  নাগলক্ষ্মীর মৃত্যু হয়।