সিনোফার্মের চীনা কোম্পানির  তৈরি করোনার টিকা আমদানির জন্য শিগগিরই চুক্তি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

টিকা নিয়ে চীনের সঙ্গে চুক্তির বিষয়টি 'অনেক দূর' এগিয়েছে জানিয়ে মন্ত্রী বলেছেন, 'আমরা রাশিয়ার সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছি। 

চায়নার সঙ্গেও চিঠিপত্র আদান-প্রদান করছি। অল্প সময়ের মধ্যে আমরা সিনোফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারব।বুধবার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কভিড ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গেও কথাবার্তা চলছে যেন অ্যাস্ট্রাজেনেকার টিকা আসে। 

এ বিষয়ে প্রধানমন্ত্রী তাগিদ দিচ্ছেন, বেক্সিমকো তাগিদ দিচ্ছে।তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ আবার খানিকটা কমে আসছে। 

বর্তমানে প্রায় অর্ধেক শয্যা খালি। অর্থাৎ চাপ কমে গেছে। এর পেছনে অনেক কারণ আছে। লোকজন মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে। 

এ ছাড়া লকডাউনের কারণে মানুষ ঘর থেকে কম বের হয়েছে। এ কারণে হয়তো সংক্রমণ কমেছে। এটা আমাদের জন্য আশার আলো।স্বাস্থ্যবিধি না মানলে আবার সংক্রমণ বাড়তে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতের কী অবস্থা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 

আমরা চাই না সে ধরনের পরিবেশ তৈরি হোক। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।