রংপুরে লকডাউন দ্বিতীয় দিনও ঢিলেঢালাভাবে হয়েছে। গণপরিবহণ বন্ধ থাকলেও রিক্সা-অটোরিক্সা মাইক্রোবাস চলছে অবাধ গতিতে। 

অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে খোলা। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লকডাউন মানার জন্য মাইকিং করা হলেও তা অনেকেই মানছেন না। 

মঙ্গলবার দুপুরে নগীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে লকডাউন না মানার চিত্র। অপরদিকে শ্রমজীবী অনেক শ্রমিকই শ্রম বিক্রি করতে না পেরে বেকায়দায় রয়েছে। 

নগরীর কাচারি বাজার, স্টেশন বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। 

ক্রেতা সমাগম কম থাকলেও অনেকেই স্বাস্থ্য বিধি মানছেন না। এদিকে প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লকডাউন মানার জন্য প্রচারণা চালানো হচ্ছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান মৃধা জানান, আমরা জনসচেনতা বৃদ্ধিতে প্রচারণা চালাচ্ছি। বিভিন্নজনকে জরিমানাও করা হচ্ছে।