সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বৃহস্পতিবার জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে দুই সপ্তাহের জন্য সব ধরনের সভা-সমাবেশ বন্ধসহ ১১ দফা নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো হয়েছে ওই গণবিজ্ঞপ্তি। 

এতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় করোনার সংক্রমণ রোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে গঠিত কমিটির সদস্যদের মতামত এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮-এর বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলা প্রশাসনের ১১ দফা নির্দেশনার মধ্যে রয়েছে- সামাজিক-রাজনৈতিকসহ সব ধরনের জনসমাগম নিষিদ্ধ; মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি পরিপালন করা; পর্যটন-বিনোদন কেন্দ্র, সিনেমা-থিয়েটার হলে অন্য জেলা থেকে পর্যটক-দর্শনার্থীদের আগমন নিষিদ্ধ; গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল; হাট-বাজার, মার্কেট, শপিংমলসহ বিভিন্ন স্থানে কেনাবেচা রাত ৯টা পর্যন্ত চালু রাখা; ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অবশ্যই মাস্ক পরিধান করা। 

এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া যাবে না।গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজন করতে হবে। হোটেল-রেস্তোরাঁগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি ক্রেতা প্রবেশ করানো যাবে না। 

কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সার্বক্ষণিক মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।