রাশিয়ার স্পুটনিক-ভি ও চীনের সিনোফার্ম টিকা উৎপাদনের অনুমোদন দিয়েছে সরকার। বুধবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। 

সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।আ হ ম মুস্তফা কামাল বলেন, রাশিয়ার স্পুটনিক-ভি ও চীনের সিনোফার্ম টিকা দেশে উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে। যেসব কোম্পানির সক্ষমতা রয়েছে তারা এসব টিকা উৎপাদন করবে। 

তবে সরকারের প্রথম অগ্রাধিকার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার যে উদ্যোগ তা বাতিল হয়নি। উৎপাদনের চেষ্টার পাশাপাশি সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হবে।সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের কয়েকটি কোম্পানির টিকা উৎপাদনের সক্ষমতা আছে। 

তারাই উৎপাদনের অনুমোদন পাবে।সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগ অতিরিক্ত সচিব ড. সাহিদা আক্তার বলেন, সরকারের কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 

প্রস্তাবনা পেশ করার পরই টিকা উৎপাদনের খরচ সম্পর্কে জানা যাবে।এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চীন তাদের টিকা বাংলাদেশে উৎপাদনের অনুমতি দিয়েছে। 

যত শীঘ্রই সম্ভব উৎপাদন শুরু হবে। সভায় দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে পিপিই, মাস্ক, পিসিআর কিট কেনার অনুমোদনও দেওয়া হয়।