শ্রীলঙ্কায় করোনাভাইরাসের আরো শক্তিশালী ধরন শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া এই ধরনটি বাতাসবাহিত এবং এ পর্যন্ত যতগুলো ধরন পাওয়া গেছে সেগুলোর চেয়ে আরো বেশি সংক্রমণশীল। এই ভাইরাস কমপক্ষে এক ঘণ্টা ধরে বাতাসে ভেসে থাকতে পারে। 

ভাইরাসগুলোর সংক্রমণের গতিও আগেরগুলোর চেয়ে দ্রুততর।শ্রী জয়বর্ধনপুরা ইউনিভার্সিটির রোগপ্রতিরোধ বিদ্যা বিভাগের প্রধান নীলিকা মালাভিজে বলেন, আমাদের দ্বীপে (শ্রীলঙ্কা) করোনাভাইরাসের যে ধরন পাওয়া গেছে, এই ধরনটি অন্যগুলোর চেয়ে ভিন্নতর ও শক্তিশালী।কয়েকদিন আগে বর্ষবরণ উৎসব পলিত হয়েছে শ্রীলঙ্কায়। 

দেশটির স্বাস্থ্য বিভাগ ভয় পাচ্ছে নতুন এই ধরনটা এরই মধ্যে হয়তো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এখন অনেক শিশু-কিশোর-তরুণও আক্রান্ত হচ্ছে এই রোগে।দেশটির গণস্বাস্থ্য পরিদর্শক উপুল রোহানা বলেন, এখনো ঠিক বোঝা যাচ্ছে না। 

তবে দুই-তিন সপ্তাহ পরে প্রকৃত অবস্থা বোঝা যাবে। আগামী দুই সপ্তাহ হবে ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড। 

তারপর তা শ্রীলঙ্কায় তৃতীয় তরঙ্গ হয়ে আঘাত হানতে পারে।এদিকে শ্রীলঙ্কার মিনিস্ট্রি অব কোভিড প্রিভেনশন আগামী ৩১ মে পর্যন্ত নতুন নির্দেশনা দিয়েছে। 

শ্রীলঙ্কায় মধ্য এপ্রিলেও গড়ে ১৫০ আক্রান্তের খবর পাওয়া যেত। সেখানে মাত্র এক সপ্তাহের মধ্যেই সংক্রমণ বেড়ে প্রতিদিন ৬০০-তে দাঁড়িয়েছে।  

কর্মকর্তারা বলেছেন, শ্রীলঙ্কায় কোভিড চিকিৎসা তাদের সক্ষমতার সীমা ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ছুঁই ছুঁই। মারা গেছেন ৬৩৮ জন।