'গার্ড অব অনার' দিয়ে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হলো বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা এস এম মহসিনকে। 

রোববার পরীবাগ মসজিদে বাদ আসর জানাজা শেষে তাকে গার্ড অনার দেওয়া হয়। এরপর  আজিমপুর কবরস্থানে দাফন করা হয়  তাকে।আজ রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। 

করোনায় আক্রান্ত ছিলেন এ অভিনেতা। করোনা পজিটিভ হওয়ার পর তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। ১০ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। 

টানা সাত দিন তিনি আইসিইউতেই ছিলেন। ১৩ দিন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে আজ সকাল ৯টা ৩০ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর। 

মঞ্চ ও টেলিভিশন অভিনেতা হিসেবেই পরিচিত এস এম মহসীন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন এস এম মহসিন। 

আর ‘পদক্ষেপ’র মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।২০১৮ সালে এস এম মহসীন বাংলা একাডেমির সম্মানিত ফেলোশিপ লাভ করেন। 

পেয়েছেন শিল্পকলা পদকও৷ অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০২০ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।