আইপিএলে বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। 

গত ম্যাচের পরই শঙ্কা জাগে, সাকিব আল হাসান হয়তো বাদ পড়তে পারেন। হলোও তাই, বাংলাদেশি অলরাউন্ডার সাকিবকে ছাড়াই মাঠে নেমেছে কেকেআর। গেল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুই ওভার বল করে সাকিব দেন ২৪ রান। ব্যাট হাতে ২৫ বল খেলে করেন মাত্র ২৬ রান।সাকিবভক্তদের আশঙ্কাটাই সত্যি হলো, বুধবার তাকে বাদ দিয়ে মাঠে নেমেছে কেকেআর। 

এই ম্যাচের একাদশে সাকিবের জায়গায় নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিনকে। এবারের আইপিএলে কলকাতার প্রথম তিন ম্যাচেই একাদশে ছিলেন সাকিব। 

এই তিন ম্যাচে ১২.৬৬ গড় ও ৯৭.৪৩ স্ট্রাইক রেটে মাত্র ৩৬ রান করেছেন তিনি। 

বল হাতেও খুব একটা সাফল্যের দেখা পাননি। ওভার প্রতি ৮.১০ গড়ে রান দিয়ে সাকিব পেয়েছেন কেবল ২ উইকেট। তার জায়গায় সুযোগ পাওয়া নারিন এবারের আসরে প্রথমবারের মতো কলকাতার একাদশে জায়গা পেলেন।