সবচেয়ে দীর্ঘতম নখের জন্য ২০১৭ সালে প্রথমবারে মতো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা আয়ানা উইলিয়ামসের। 

ধীরে ধীরে সেই নখের দৈর্ঘ্য আরও বেড়েছে। ত্রিশ বছর পর তিনি সেই নখ কাটার সিদ্ধান্ত নেন। তবে নখ কাটতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে ওঠেন আয়ানা।সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ নখ কাটার আগে আয়ানার নখের যে দৈর্ঘ্য ছিল তা প্রকাশ করেছে।  

এতে জানা গেছে, আয়ানার ডান হাতের নখের দৈর্ঘ ছিল ১১ ফুটের কিছু বেশি আর ডান হাতে নখের দৈর্ঘ্য ছিল ১২ ফুটের বেশি। সব মিলিয়ে তার নখের মোট দৈর্ঘ্য ছিল ২৪ ফুট সাত ইঞ্চি।আয়ানা জানান, ১৯৯০ সাল থেকে নখ রাখছেন তিনি। 

তার নখ রঙ করতে একবারে অন্তত দুই বোতলের বেশি নেইল পালিস লাগত। আর মেনিকিউর করতে হলে কমপক্ষে ২০ ঘণ্টা সময় লাগত।জানা গেছে, আয়ানার নখ কাটতে এক ধরনের বিশেষ ইলেকট্রিক যন্ত্র ব্যবহার করা হয়েছে। 

নখ কাটার পর আয়ানা বলেন, নখ থাকুক বা না থাকুক, আমি রানিই থাকব। তার নখ কাটার ভিডিওটি ইতিমধ্যে ভাইরালও হয়েছে।জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডোর রিপলির বিলিভ ইট বা নট জাদুঘরে আয়ানার কাটা সেই নখের প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার থেকে। 

আয়ানার ভাষায়, এটা তার জন্য দারুণ খবর। তার সন্তান এবং নাতি নাতনিদের জন্যও এটা ইতিহাস হয়ে থাকবে।