বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছিল ১০ ওভারের ম্যাচে। রান তাড়ায় নেমে ওই ১০ ওভারও টিকতে পারল না টাইগাররা।কার্টেল ওভারের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।১৪২ রান তাড়া করতে নেমে লড়াইয়ের ছাপটুকুও রাখতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। 

১০ ওভারের ম্যাচেও অল আউট মাত্র ৭৬ রানে।বাংলাদেশের ব্যাটমম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৩ রান করেছেন মোসাদ্দেক।এর আগে বাংলাদেশের খাপছাড়া বোলিং আর ছোট মাঠের ফায়দা ভালোভাবেই তুলেছেন গাপটিল আর অ্যালেন। 

গাপটিল করেছেন ১৯ বলে ৪৪ আর অ্যালেন করেছেন ২৯ বলে ৭১ রান। এই ম্যাচে চোটের কারণে ছিলেন না বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ। 

অধিনায়ক হিসেবে এই ম্যাচে দায়িত্ব পালন করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।

নিউজিল্যান্ড: ১০ ওভারে ১৪১/৪ (গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪, মিচেল ১১, চাপম্যান ০; নাসুম ২-০-২৯-০, তাসকিন ২-০-২৪-১, শরিফুল ২-০-২১-১, রুবেল ২-০-৩৩-০, মেহেদি ২-০-৩৪-১)।

বাংলাদেশ: ৯.৩ ওভারে ৭৬ (নাঈম ১৯, সৌম্য ১০, লিটন ০, শান্ত ৮, আফিফ ৮, মোসাদ্দেক ১৩, মেহেদি ০, শরিফুল ৬, তাসকিন ৫, রুবেল ৩, নাসুম ৩; সাউদি ২-০-১৫-৩, মিল্ন ২-০-২৪-১, ফার্গুসন ২-০-১৩-১, অ্যাস্টল ২-০-১৩-৪, ফিলিপস ১.৩-০-১১-১)।