বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের কথিত চেতনার সঙ্গে স্বাধীনতার চেতনার কোনো সম্পর্ক নেই। এ জন্যই সরকার ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত সব মিছিল-মিটিং নিষিদ্ধ করেছে। এটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি কাজ। এভাবে চলতে পারে না। 

সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সরকারের পতন হবেই।বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। ভাষাসংগ্রামী ও দলের সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মিলাদ ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়।রিজভী বলেন, স্বাধীনতা মূল কথা মানুষের অধিকার সংরক্ষণ করা। 

মানুষ কথা বলবে নির্ভীক চিত্তে, এ নিশ্চয়তা দেওয়া। তবে ক্ষমতাসীনরা গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষের নাগরিক অধিকারে বিশ্বাস করে না। তাই সবকিছু বন্ধ করেছে। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই সময়েই তো র‌্যালি, আলোচনা হবে, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে থাকবে মানুষ। সরকার সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। তিনি বলেন, একাত্তরে পাকিস্তানিদের আচরণের সঙ্গে আওয়ামী লীগের সব আচরণ মিলে যাচ্ছে। 

আওয়ামী লীগের কাছে ন্যায়-নীতি, সত্যের কোনো দাম নেই।বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য খোন্দকার আকরব হোসেন বাবলু প্রমুখ।