মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলাকালে আবারও ঝরল প্রাণ। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে আট বিক্ষোভকারী নিহত হয়েছেন। 

এর মধ্যে মিয়াইং শহরে গুলিতে ছয়জন, ইয়াঙ্গুনের নর্থ ডাগন জেলায় একজন এবং মান্দালয়ে একজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। 

হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মীও ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে ইয়াঙ্গুনের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, এক বিক্ষোভকারী রাস্তায় পড়ে আছেন। 

তার মাথার ক্ষত থেকে রক্ত বের হচ্ছে। এ ছাড়া মান্দালয় জেলা গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভকারীরা মিয়ানমারের বিভিন্ন প্রদেশে রাস্তায় নেমে আসেন। চিন রাজ্যের তমু শহরে বিক্ষোভকারীরা প্রতিবাদ র‌্যালি বের করেন।ইয়াঙ্গুনের সানচং জেলায় সমাবেশ করেছেন বিক্ষোভকারীরা। 

এই জেলার বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সেখানকার বাসিন্দা নয় এমন ব্যক্তিদের খুঁজছে পুলিশ। এই অভিযানে অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে। কাউকে লুকিয়ে রাখলে বাসিন্দাদের শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে নিরাপত্তা বাহিনী।গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করে। 

নির্বাচিত নেত্রী সু চি ও এনএলডির অধিকাংশ নেতাকে হয় কারাগারে না হয় বাড়িতে বন্দি করে রেখেছে সেনাবাহিনী। 

সবমিলিয়ে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২ হাজারের বেশি মানুষকে।অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ৬০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন।