ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। নিউজিল্যান্ডের উত্তর আইল্যান্ডে এ কম্পন অনুভূত হয়। 

ভূমিকম্পের জেরে ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ) জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোররাতে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নর্থ আইল্যান্ডের গিসবোর্ন শহর থেকে ১৪৮ মাইল দূরে এবং সাগরের ৬ দশমিক ২ মাইল গভীরে। 

প্রচণ্ড শক্তিশালী এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি) নিউজিল্যান্ডের উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করেছে। সতকর্তায় বলা হয়, নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূল থেকে কেপ রানঅ্যাওয়ের টোলাগা সৈকত পর্যন্ত জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে পারে। 

তাই দ্রুততম সময়ে স্থানীয়দের নিকটবর্তী উঁচু ও নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। গিসবোর্ন শহরের জনসংখ্যা ৩৫ হাজার ৫০০।