অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) একজন নেতা পুলিশ হেফাজতে মারা গেছেন। 

নিহত খিন মং লাত এনএলডির ইয়াঙ্গুনের স্থানীয় শাখার সভাপতি ছিলেন। শনিবার ইয়াঙ্গুনে জান্তা সরকারবিরোধী বিক্ষোভ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 

এরপর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।খিন মং লাতের লাশ রোববার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার গ্রেপ্তারের সময় তাকে মারধর করা হয়েছিল।বিক্ষোভকারীদের ধরতে শনিবার ইয়াঙ্গুনে রাতভর বাড়িতে বাড়িতে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। 

অভ্যুত্থান হওয়ার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত এক হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করে। 

অং সান সু চি ও এনএলডির অধিকাংশ নেতাকে আটক করা হয়।এরপর সু চির মুক্তি দাবি ও সামরিক সরকারের বিরুদ্ধে মিয়ানমারজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 

অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত সেনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন।