বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তার বয়স হয়েছিল ৮০ বছর।বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করেছেন।মওদুদ আহমদ গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। 

১৩ জানুয়ারি সিসইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে ২০ জানুয়ারি হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে আসা হয়।আবার অবস্থার অবনতি হলে ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

উন্নত চিকিৎসার জন্য ১ ফেব্রুয়ারি রাত ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় মওদুদকে। 

সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।১৯৪০ সালের ২৪ মে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।