জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তার দল পরগাছা হয়ে রাজনীতি করবে না। জাতীয় পার্টি কোনো জোটে নেই। 

আওয়ামী লীগ জাতীয় পার্টিকে চায় না। জাতীয় পার্টিও আওয়ামী লীগকে চায় না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের কারও সঙ্গে জাপার যোগাযোগ নেই।শনিবার জাপার বনানী কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। 

তিনি বলেন, জাতীয় পার্টি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি নির্বাচনে অংশ নেবে দল। কোনো নির্বাচনেই কাউকে ছাড় দেবে না। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বা বর্জনের বিষয়ে দলের প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশকে জুলুমখানায় পরিণত করেছে। 

জাপা বিরোধী দলে আছে। জুলুমের বিরুদ্ধে কথা বলবে। দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ-বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা কবর দিয়েছে। একানব্বইয়ের পর সংবিধান সংশোধন করে সাংবিধানিকভাবেই একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে।জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আওয়ামী লীগ এখন সরকারে আছে কিন্তু তারা আর কোনো রাজনৈতিক দল নয়। তারা দেশে ফ্যাসিবাদ চালু করেছে। 

বসুরহাটের মতো ভাগাভাগি নিয়ে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে।সভায় আরও বক্তৃতা করেন জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ।