ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রথম করোনা টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম। 

রবিবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতেই তিনি টিকা নেন।একই সাথে ভ্যাকসিন গ্রহণ করেন হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খাইরুল আলম ভুঁইয়া খুররম, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মুনীর আহমেদসহ প্রথম দিনে ১৩৬ জন টিকা নেন।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম জানান, আমরা টিকা গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সকলেই টিকা গ্রহণের সুযোগ পাবে। 

টিকা নিয়ে সংশয়ের কোনো কারণ নাই।করোনার সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ ফ্রন্টলাইনের ১৫ ক্যাটাগরির প্রায় ১৫ হাজার মানুষকে করোনা ভাইরাস টিকা দেওয়া হবে। নির্ভয়ে সকলকেই টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।