সীমান্ত হত্যা নিয়ে উত্তেজনা শুরু হয়েছে ইরান ও পাকিস্তানের মধ্যে। 

এরই মধ্যে সীমান্তে নিহত দুই ইরানি নাগরিকের মৃত্যু নিয়ে তদন্তে নেমেছে ইরান সরকার। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত সোমবার জ্বালানি তেলসহ সীমান্ত অতিক্রমের সময় দুইজন গুলিবিদ্ধ হয়। 

তাদের মধ্যে কেবল একজনের লাশ ফেরত দিয়েছে পাকিস্তান।বিষয়টি নিয়ে দক্ষিণ ইরানের সীমান্ত প্রদেশ সিস্তান-বেলুচিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা দক্ষিণ-পূর্ব ইরানের এক গভর্নর অফিস ভাঙচুর করেছে এবং একটি পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। 

তবে এর সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ।