জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে আয়োজিত বিএনপির সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার সকাল ১০টা থেকে বিএনপির এই সমাবেশ চলছিল। পরে দুপুর ১২টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরপরই পুলিশ এসে সমাবেশকারীদের সড়ক থেকে তুলে দেয়।এসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপিকর্মীরা ইট-পাটকেল ছোড়ে। 

পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্যের শেষ পর্যায়ে মঞ্চের সামনে এসে বক্তৃতা বন্ধ করতে বলে পুলিশ। 

এরপর লাঠিপেটা শুরু করলে বিএনপি নেতাকর্মীরা তোপখানা রোড, জাতীয় প্রেস ক্লাবের ফটক ডিঙিয়ে পালাতে থাকে। 

এসময় লাঠিচার্জে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, তবিয়র রহমান সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক শাফি, শহিদুল্লাহ হল ছাত্রদলে সভাপতি শাহিন, এসএম হলের নাহিদুজ্জান শিপন, মহসিন হলের রোমান পাঠান, নয়ন ছাড়াও বিএনপি ছাত্রদল যবুদলের প্রায় ২৫ থেকে ৩০ নেতাকর্মী আহত হন। 

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এসময় বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।