বিভিন্ন দাবিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ সিলেট নগরীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌহাট্টা এলাকায় তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা সরকার ও শিক্ষামন্ত্রণালয়ের প্রতি চলমান মাস্টার্সসহ সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, স্বাস্থ্যসুরক্ষা মেনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি জানান।কর্মসূচি শেষে বেলা ২ টার দিকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা।

 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কয়েকশ শিক্ষার্থী মানববন্ধন শুরু করে ‘জেগেছেরে জেগেছে- ছাত্রসমাজ জেগেছে, লেগেছেরে লেগেছে- রক্তে আগুন লেগেছে’ বলে শ্লোগান দেন। পরে সড়ক অবরোধ করলে শহীদ মিনার-চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত পুরোপুরি রাস্তা বন্ধ হয়ে যায়। 

খবর পেয়ে ১টার দিকে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে শান্ত করেন। প্রায় দেড় ঘন্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।