দেশের সকল উপজেলাকে স্বর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কৈশরকালীন পুষ্টি উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে লিডার‘স মিড উপলক্ষে কিশোর-কিশোরীদের মেলা বসেছিল নীলফামারীতে।শনিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত স্থানীয় জেলা শিল্পকলা অডিটরিয়ামে এ কর্মসূচির যৌথ আয়োজন করে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ও নির্ভিক টিভি ডট কম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যোগ দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। 

অন্যান্যের মধ্যে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়ার সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলার ছয় উপজেলার ৬০টি স্বর্ণ কিশোর-কিশোরী ক্লাব গঠন করার লক্ষ্যমাত্রা অর্জন করায় নীলফামারীকে নির্ভিক জেলা হিসেবে ঘোষণা করা হয়। 

এছাড়াও ক্লাব গঠনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সাতজন লিডারকে মেডেল দেয়া হয়।বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কিশোর-কিশোরী ক্লাব গঠন করে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সঠিক পুষ্টি নিশ্চিতকরণসহ মোট ছয়টি ইনডিগেটর বাস্তবায়নে কাজ করছেন এসব কিশোর-কিশোরী।