কাভার্ডভ্যান-নসিমন- মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. আজিজুর রহমান সরদার (২২) নামের একজন নিহত হয়েছেন বরিশালের গৌরনদীতে। এতে আহত হয়েছেন আরো দুইজন। 

শনিবার সকাল দশটার দিকে উপজেলার বাটাজোর কবিবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত ওই তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত মো. আজিজুর রহমান সরদার জেলার উজিরপুর উপজেলার পশ্চিম বামড়াইল গ্রামের মো. সিরাজুর রহমান সরদারের ছেলে এবং দুর্ঘটনাকবলিত নসিমনের চালক।

গৌরনদী হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাটাজোর কবিবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালগামী একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে গৌরনদীগামী একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ সময় নসিমনটি ছিটকে মোটরসাইকেলের ওপর পড়লে নসিমনের চালক মো. আজিজুর রহমান সরদার ঘটনাস্থলেই নিহত হন। 

এ ঘানায় আহতরা হলেন- নসিমনের হেলপার রবিউল ফকির (২০), মোটরসাইকেল আরোহী ফরাজী টিপু (৪৫) ও তার ছেলে জিসান ফরাজী (১১)।গৌরনদী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সার্জেন্ট মো. মাহাবুব ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। 

সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত ক্যাভার্ডভ্যান, নসিমন ও মোটরসাইকেলটিকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।