ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দারিদ্র্যতা জাদুঘরে যাবে। তিনি দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করছেন। 

জনগণ তার পাশে আছে বলেই উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।সোমবার ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি জ্যাকব বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসলে দেশের জনগণের স্বার্থে ও কল্যাণে কাজ করে। 

অতি-সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে  ভূমিহীন ও অসহায় মানুষকে প্রায় ৬৯ হাজার সেমি-পাকা ঘর প্রদানের মাধ্যমে বিশ্বে এক অনন্য নজীর স্থাপন করেছেন। আমরা একসময় পরাধীন ছিলাম, বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতো না। 

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দারিদ্র্যতা কমিয়ে মানুষের জীবনমানের ক্রমাগত উন্নতি করে, করোনার মধ্যেও উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।