মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডি কলেজের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা শহীদ মিনারটি ভেঙে দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনারটি পুনর্নির্মাণ করে। পরে সেখানেই সবাই ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।কলেজ অধ্যক্ষ পল্লব কুমার দে বলেন, কলেজ প্রতিষ্ঠার পর ২০০২ শহীদ মিনারটি নির্মাণ করা হয়। 

সর্বশেষ শনিবার বিকেলে তিনি শহীদ মিনারটি অক্ষত দেখেছেন। রোববার সকাল ৯টার দিকে ফুল দিতে এসে দেখেন শহীদ মিনারের তিনটি স্তম্ভই ভেঙে মাটিতে পড়ে আছে। 

ঘটনাটি তিনি পুলিশকে জানালে পুলিশ এসে অস্থায়ীভাবে শহীদ মিনারটি পুনর্নির্মাণ করে দেয়। পরে পুনর্নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অস্থায়ীভাবে শহীদ মিনারটি পুনর্নির্মাণ করেন।

ওসি, ধারণা করা হচ্ছে রাতের আঁধারে কেউ এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।