ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের বক্তব্যের অডিও ও ভিডিও পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার সকালে নিজের সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা জানান।গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় মাহমুদা বেগমের একটি বক্তব্য গণমাধ্যমে এসেছে, যা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। নির্বাচনী সভায় মাহমুদা বলেন, ‘যাদের মনে ধানের শীষের সঙ্গে প্রেম আছে, তারা কী করবেন? ১৩ তারিখে ঠাকুরগাঁও ছেড়ে চলে যাবেন। 

১৩ তারিখ সন্ধ্যার পরে তাদের দেখতে চাই না। তাদের ভোটকেন্দ্রে আসার কোনো প্রয়োজন নাই। তাহলে ভোটকেন্দ্রে যাবে শুধু কে? নৌকা, নৌকা আর নৌকা।মাহমুদা বেগমের এই বক্তব্য প্রসঙ্গে ব্রিফিংয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তার (মাহমুদা বেগম) বক্তব্যের অডিও এবং ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। 

কোনো অরাজনৈতিক বক্তব্য যদি সত্য প্রমাণিত হয় তাহলে আওয়ামী লীগ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।যার যার খুশি মতো বক্তব্য আওয়ামী লীগ কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে এ সময় হুঁশিয়ারিও দেন তিনি।