নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলুকে সাদা পোষাকে পুলিশ পরিচয়ে আটক করা হয়েছে। 

নির্বাচনকে প্রভাবিত করতে আওয়ামী লীগ প্রভাব খাটাচ্ছে বলে বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।শুক্রবার সকালে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। 

এতে বক্তব্য রোখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আবদুল গফুর সরকার, বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. ওবায়দুর রহমান ও মেয়র প্রার্থী বিএনপি নেতা রশিদুল হক সরকার।বক্তারা বলেন, ভোর রাতে শহরের নয়াটোলা শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়েছে বিএনপি ওই নেতাকে । 

তার নামে থানায় বা আদালতে কোন মামলা নেই। ২৮ তারিখের নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে নষ্ট ও ভোটারদের মাঝে ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যেই প্রশাসনকে ব্যবহার করছে আওয়ামী লীগ নেতারা। 

শহরের নৌকা মার্কার পথসভায় স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের বক্তব্যেই তা স্পষ্ট হয়ে উঠেছে।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খানের জানান, শহরের গোলাহাটে নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ-জাপার মধ্যে সংঘর্ষের মামলায় তাকে আটক করা হয়েছে।