সারাদেশের সাথে একযোগে পাবনায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১১ টায় পাবনা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রদান বুথে টিকা গ্রহণ করে কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। 

এ সময় একই সাথে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর রোস্তম আলী টিকা গ্রহণ করেন।পাবনার সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেনসহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দের উপস্থিতিতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করেন।পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, প্রথম পর্যায়ে জেলা সদরে জেনারেল হাসপাতালে ৩ টি বুথে এবং ৯ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি করে বুথে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে। 

জেলা প্রশাসক আরো বলেন, আপাতত অগ্রাধিকার তালিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে নিবন্ধন করা হচ্ছে। 

একটি নির্দিষ্ট জনগোষ্ঠী, যাদের মধ্যে জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তি, স্বাস্থ্যখাতের লোকজন যারা সবচেয়ে বেশি মানুষের কাছে যান, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সবাই পাবেন এবং আশা করি সবাই ভ্যাকসিন নেবেন।