দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩২৯ রান করা স্বাগতিক ভারত ১৯৫ রানের লিড পেয়েছে।রবিশচন্দন অশ্বিনের ঘূর্ণিতে উইকেটে দাঁড়াতেই পারেননি কোন ইংলিশ ব্যাটসম্যান। 

দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন উইকেটরক্ষক বেন ফোকস। তাকে সঙ্গ দেওয়ার কোন ব্যাটসম্যান ছিলেন না। অপরাজিত থেকেই তাই মাঠ ছাড়তে হয়েছে তাকে।এছাড়া ইংল্যান্ডের হয়ে ওপেনার ডমিনিক সিবলি ১৬ রান, মিডল অর্ডারে বেন স্টোকস ১৮ এবং অলি স্টোনস ২২ রান করেন। প্রথম ইনিংস থেকে ভারতের হয়ে পাঁচ উইকেট তুলে নেন রবিশচন্দন অশ্বিন। 

এছাড়া ইশান্ত শর্মা এবং আক্সার পেটেল দুটি করে উইকেট নেন।এর আগে ভারতের হয়ে প্রথম ইনিংসে ১৬১ রানের অসাধারণ ইনিংস খেলেন রোহিত শর্মা।  তিনে নেমে চেতেশ্বর পূজারা ২১ রান করেন। আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ৬৭ রান। 

উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত সাতটি চারে ও তিন ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন।প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে মঈন আলী চারটি এবং অলি স্টোন তিনটি উইকেট নেন। 

এছাড়া জ্যাক লিচ দুটি এবং অধিনায়ক জো রুট তুলে নেন একটি উইকেট। এরই মধ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত।