অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে উড়তে থাকা ভারতকে এক টানে মাটিতে নামিয়েছে ইংল্যান্ড। সফরকারীরা ভারতকে হারিয়েছে ২১৭ রানের রেকর্ড ব্যবধানে। ১৯৯৯ সালের পরে চেন্নাইয়ে এমন হার দেখল স্বাগতিকরা। ওদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চার থেকে এক লাফে শীর্ষে উঠে গেছে ইংল্যান্ড। ভারত নেমে গেছে চারে।পয়েন্ট টেবিলের এই ওঠা-নামাই অবশ্য শেষ নয়। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতকে তাদের মাটিতে ৩-১ ব্যবধানে হারাতে হবে। 

ইংলিশ অধিনায়ক জো রুট তাই চেন্নাইয়ে রেকর্ড জয়ের পরও খুশি হতে পারছেন না। ম্যাচ শেষে তিনি তাই জানিয়ে দিয়েছেন, একটা জয় নিয়ে তারা খুশি হতে আসেননি।রুট বলেন, 'এই জয়ে আমাদের পরিকল্পনায় খুব বেশি পরিবর্তন আসবে না। আমরা আগামী ম্যাচে একই প্রত্যাশা নিয়ে জয়ের জন্য মাঠে নামবো। 

ভারতের মাটিতে পূর্বে খেলা ম্যাচ থেকে শিক্ষা নেবো। আমাদের জন্য এখন সবচেয়ে ভালো ব্যাপার হলো, আমরা সিরিজে এগিয়ে আছি। এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। এখন পর্যন্ত যা অর্জন করেছি তা নিয়ে মোটেও খুশী নই।অস্ট্রেলিয়া সফরে ভারত সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেও ঘুরে দাঁড়িয়েছে। 

ঘরের মাঠে কোহলির তাই সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সব সম্ভাবনা টিকে আছে। তার জন্য ভালো খেলতে হবে রুটদের। ভুল করা চলবে না। ইংল্যান্ড অধিনায়ক তাই দলের উন্নতির জায়গা দেখছেন। 

জয়টা রুট এবং অ্যান্ডারসনের মতো অভিজ্ঞদের হাত ধরে এলোও দলটাকে তরুণ বলছেন তিনি।ডাবল সেঞ্চুরি করে দলের জয়ের মূল ভূমিকা রাখা রুট বলেন, 'আমাদের উন্নতি করতে হবে, উন্নতির পথ খুঁজে বের করতে হবে। 

আমরা তরুণ দল, আমাদের তাই আরও ভালোর জন্য খেলতে হবে। দ্বিতীয় ইনিংসের দিকেই তাকান। দলের লিড চারশ' ছাড়ানোর পরে আমার মনে হয়েছে, ব্যাটিংটা খুব হালকাভাবে নিয়ে ফেলেছি আমরা। আমাদের আরও স্মার্ট ব্যাটিং করতে হতো।