শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।সোমবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং আগামী ১৭ মে হলসমূহ খোলা হবে। 

সরকারি নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় খুললে পরবর্তীতে স্নাতক ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা নেয়া হবে এবং বর্তমানে চলমান বাকি পরীক্ষা গুলোও সেসময় নেয়া হবে।এদিকে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে সকল আবাসিক হল খুলে দেয়ার ব্যাপারে প্রশাসনকে আল্টিমেটাম দেয়। 

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা হল খোলা নিয়ে সরকারি সিদ্ধান্তের ব্যাপারে কোন মন্তব্য করেনি। 

পাশাপাশি আল্টিমেটাম শেষ হওয়ার পরে তাদের কার্যক্রম কি হবে তা নিয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।