১৫ ফেব্রুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে দিবসটি পালন করেছে সিলেট আওয়ামী লীগ। 

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একতরফাভাবে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছিল বলে দাবি করে এ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ।আজ সোমবার দুপুরে সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে জেলা এবং শহীদ মিনার থেকে মহানগর আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে। 

মিছিল শেষে শহীদ মিনারে জেলা ও কোর্ট পয়েন্টে মহানগর আওয়ামী লীগ সমাবেশ করে।সমাবেশে বক্তারা বলেন, ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশ থেকে গণতন্ত্র হত্যা করেছিল। আর জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার হাত ধরেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। 

এখনো দেশের গণতান্ত্রিক ও উন্নয়নের ধারা ব্যাহত করতে বিএনপি নানা ষড়যন্ত্র করছে। 

এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে সোচ্চার হতে হবে।পৃথক সমাবেশে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আবদুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিৎ সরকার প্রমুখ।