করোনাভাইরাসের টিকাদানের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু করে প্রথম মাসে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। 

এখন তার বদলে এ মাসে ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে বুধবার টিকা বিতরণ সম্পর্কিত একটি বৈঠক হয়েছে।

 বৈঠক থেকে এ সিদ্ধান্তের কথা জানানোর পর পরিকল্পনায় এ পরিবর্তন আনা হয়েছে।অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আমরা যে টিকা পেয়েছি, তার ব্যবহার নিশ্চিত করতে চাই। আমরা ৩৫ লাখ মানুষের টিকা দেওয়া নিশ্চিত করতে চাই। 

এরপর আরও টিকা এলে সেভাবে মানুষকে দেওয়া হবে।ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেশে দেওয়া হবে। 

ইতোমধ্যে সরকারের কেনা ৫০ লাখ ডোজ এবং উপহার হিসেবে ভারতের পাঠানো ২০ লাখ ডোজ টিকা দেশে সংরক্ষণ করে রাখা হয়েছে।