বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদেরকে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। 

আজ সকালে বিজিবি সদর দপ্তর, পিলখানাস্থ বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা’র প্রশিক্ষণ মাঠে বিজিবি'র অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান ১ম বিজিবি সদস্য হিসেবে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাস এর ভ্যাকসিন গ্রহণ করেন। 

এ সময় বিজিবি'র অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, উর্ধ্বতন অফিসারবৃন্দ, সৈনিকবৃন্দ এবং অন্যান্য বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারী পরিকল্পনা অনুযায়ী আজ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত (শুক্রবার ব্যতিত) ১২টি ধাপে প্রতিদিন সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত বিজিবি’তে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য সদস্যদের মাঝে করোনা ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

এ প্রেক্ষিতে আজ ১ম ধাপে পোষাকধারী ও অসামরিক বিজিবি সদস্যসহ মোট ৩০০ জন বিজিবি সদস্যকে করোনা ভাইরাস এর ভ্যাকসিন প্রদান করা হয়েছে। 

পরবর্তীতে প্রতি কার্য দিবসে ৩০০ জন করে বিজিবি সদর দপ্তরসহ পিলখানাস্থ অন্যান্য ইউনিটের সর্বমোট আনুমানিক ৩৬০০ জনকে এই ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।