বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আল জাজিরার প্রতিবেদন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। 

ভোটে ও আন্দোলনে ধারাবাহিকভাবে ব্যর্থ দলটি দেশে বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আর বর্তমানে দেশে আন্দোলন করার কোন ইস্যুও নেই।তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। জনগণের উন্নয়ন আমাদের রাজনীতির ব্রত। 

যেহেতু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনের কল্যাণে একযুগ ক্ষমতায় থেকে কাজ করছেন, সেহেতু দলীয় নেতাকর্মীদেরও তার মতই জনগণকে ভালবাসতে হবে।রোববার সিরাজগঞ্জের তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনের অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এসময় মন্ত্রী দলীয় নেতাকর্মীদের নেতিবাচক কথাবার্তা পরিহারের পরামর্শ দেন।ওবায়দুল কাদের বলেন, সরকারের সকল উন্নয়ন ম্লান হয়ে যাবে যদি না আমরা দেশের জনগনকে ভালবাসতে না পারি।এসময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কর্মকাণ্ড পালনসহ জনগণের জন্য কাজ করার আহ্বান জানান। 

আর দলের নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সাবধান করে দেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষায়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা. সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আধ্যাপক ডা. আব্দুল আজিজ প্রমুখ।