ক্যাম্পাস খোলার আন্দোলন স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি হল ও ক্যাম্পাস খোলার ঘোষণা দেওয়ার পর রাবি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন। এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী মাহমুদ সাকী বলেন, সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছে, আমরা এটাকে স্বাগত জানাই। 

এতদিন কখন খুলবে সেটাই জানতাম না, এখন তো ঘোষণা এসেছে। এখন অপেক্ষা করতে হবে।তবে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর দাবি, সরকার চাইলে মার্চের মধ্যেই ক্যাম্পাস খুলে দিতে পারতেন। তারা বলছেন- মে মাসে খুললে দীর্ঘ সেশন জটের শঙ্কা তৈরি হবে। 

প্রত্যেক শিক্ষার্থীকে এবছরের বেশি শিক্ষা ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স বাড়াতে হবে।এর আগে সোমবার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘোষণা দেন ফেব্রুয়ারির মধ্যে হল ও ক্যাম্পাস খুলে না দিলে আগামী পহেলা মার্চ নিজেরাই হলে উঠবেন। 

এ সময় প্রশাসনের পক্ষে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান শিক্ষার্থীদের আশ্বাস দিলেও তারা তা মানেননি। তারা তাদের আন্দোলনে অনড় ছিলেন। 

তবে বিকেলে শিক্ষামন্ত্রীর ঘোষণার পর আন্দোলন থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা।