করোনা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে ভারতে। একে একে উঠে যাচ্ছে বিধিনিষেধ। আক্রান্তের সংখ্যাও এখন দশ হাজারের ধারেকাছে। 

এর মধ্যেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সেরো সার্ভে অনুযায়ী রয়টার্স জানায়, ভারতের প্রায় ৩০ কোটি মানুষের শরীরে কোভিড অ্যান্টিবডি তৈরি হয়েছে। 

তার মানে প্রায় ২৫ শতাংশ ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখনও পর্যন্ত ভারতে সরকারি ভাবে আক্রান্তের সংখ্যা ২ কোটির কম। 

এটি যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে দ্বিতীয়। কিন্তু আইসিএমআরের সেরো সার্ভে অনুযায়ী, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা সম্ভবত তিরিশ কোটির বেশি। 

বৃহস্পতিবার নিজেদের সেরো সার্ভে রিপোর্ট পেশ করবে আইসিএমআর।