শেরপুরে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা সদর হাসপাতালে ওই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।শেরপুর জেলায় সর্বপ্রথম টিকা গ্রহণ করেন শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম। 

এরপর একে একে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমিসহ অন্যান্যরা টিকা গ্রহণ করেন।ওইসময় জেলা প্রশাসক আনার কলি মাহমুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৬শ জন টিকা গ্রহণ করতে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। 

এর মধ্যে শেরপুর সদর উপজেলার ২শ জনকে আজ টিকা নেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগ ডেকে পাঠায়। সর্বশেষ জানা গেছে, ওই ২শ জনের মধ্যে ৯০ জনের মতো টিকা গ্রহণ করেছেন।