তৃতীয় বারের মত শেরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ গোলাম কিবরিয়া লিটন। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কমিশন সূত্র জানা গেছে, ৩৫টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রের ফলাফল হাতে পাওয়া গেছে।বাকী একটি কসবা মোল্লাপাড়া (১ হাজার ৬১৮) ভোট কেন্দ্রের ফলাফল টেকনিক্যাল (ইভিএম) সমস্যার কারণে বিলম্ব হচ্ছে। 

ফলাফলে ৩৪ কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লিটন (নৗকা) পেয়েছেন ২৯ হাজার ৬৩৬।তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত এবিএম মানুনুর রশিদ পলাশ (ধানের শীষ) পেয়েছেন ৮ হাজার ৭৯৬, স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) এড. রফিকুল ইসলাম আধার (জগ) পেয়েছেন ৭হাজার ২৫৫, স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) আরিফ রেজা (চামচ) পেয়েছেন ৩ হাজার ৫২০ ভোট।