ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনের পর বেলা ৩টা পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালসহ বরগুনার ৬টি উপজেলায় ৮ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। 

বরগুনা সিভিল সার্জন অফিস মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, সিভিল সার্জন ডা. মারিয়া হাসানসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বরগুনা জেনারেল হাসাপাতালে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহন করেন তত্তাবধায়ক ডা. সোহরাব উদ্দীন, মেডিকেল অফিসার ডা. কামরুল আজাদ। 

বামনায় ভ্যাকসিন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার।প্রথমদিনে বরগুনা সদরে ৪০ জন, আমতলী ও তালতলীতে ৯ জন, বেতাগীতে ৯ জন, পাথরঘাটায়, ১০ জন এবং বামনা, উপজেলায় ১০ জন ভ্যাকসিন টিকা নিয়েছেন।