কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে রবিবার দিবসের প্রথম প্রহরে জেলার কেন্দ্রিয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্যবিভাগ, পৌরসভা, কুড়িগ্রাম প্রেসক্লাব, আওয়ামীলীগ, বিএনপিসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

দিবসকে কেন্দ্র করে দিনের প্রথম প্রহরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। 

রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরাসহ বিভিন্ন জেলা কর্মকর্তা ও কর্মচারীগণ পুষ্পার্ঘ অর্পণ করেন। 

এসময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।এ উপলক্ষে সকল মসজিদ, মন্দির, গির্জা ও সকল উপসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।