ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ৫ম ও শেষ দিনে যেন অসহায় বাংলাদেশের বোলাররা। ক্যারিবীয় ব্যাটসম্যান কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ। 

বাংলাদেশি বোলারদের শাসন করে সাগরিকায় রীতিমতো দাপট দেখালেন সফরকারী এই ব্যাটসম্যান।চতুর্থ দিন ৩৭ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন। শেষদিনে সেখান থেকে নিজের ইনিংসকে টেনে নিয়ে নাম লেখালেন রেকর্ড বইয়ে। 

খেললেন ৩১০ বলে ২১০ রানের মহাকাব্যিক এক ইনিংস। লিখলেন জয়ের গল্প। দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে তবেই ছাড়লেন মাঠ।এই জয়ের সুবাধে উত্তরসূরিদের প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক কার্ল হুপার। মেয়ার্সদের উদ্দেশ্যে তিনি বললেন বাংলাদেশকে যেন হোয়াইটওয়াশ করে। 

এক টুইটে এ কথা বলেন তিনি।ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০২টি টেস্ট ও ২২৭টি ওয়ানডে খেলেছেন হুপার। উত্তরসূরিদের অভাবনীয় জয়ে টুইট বার্তায় বলেন, দুর্দান্ত জয়, ওয়েস্ট ইন্ডিজ দলকে এখান থেকে আশীর্বাদ! 

অসামান্য ইনিংসের জন্য কাইল মায়ার্সকে অভিনন্দন। সিরিজটিকে ২-০ করো।