টিকাদান শুরুর ১১ দিনের মাথায় বুধবার দেশজুড়ে টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। আর এ পর্যন্ত অর্থাৎ ১১দিনে মোট টিকা নিয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন। 

এরমধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন। নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন। অর্থাৎ মোট টিকা গ্রহীতার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ রয়েছে নারী। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত ‘কভিড-১৯ ভ্যাকসিন প্রদান সংক্রান্ত দৈনিক তথ্য (সারাদেশ)’ শিরোনামে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে ঢাকা মহানগরসহ টিকা গ্রহণের বিভাগ এবং জেলা ভিত্তিক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ২৪ ঘণ্টায় দেশজুড়ে টিকা নেওয়াদের মধ্যে পুরুষ রয়েছেন এক লাখ ৪৫ হাজার ২০৩ জন। আর নারী রয়েছেন ৮১ হাজার ৫৫২ জন। অর্থাৎ বুধবারও পুরুষের তুলনায় নারী টিকা গ্রহীতা ছিল প্রায় অর্ধেক কম।গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে করোনাভাইরাস টিকা নিয়েছেন ৩১ হাজার ৮৭০ জন। আর পুরো ঢাকা বিভাগে নিয়েছেন ৭০ হাজার ২৫ জন। 

এছাড়া ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন ১০ হাজার ৭৭৩ জন, চট্টগ্রামে নিয়েছেন ৪৪ হাজার ৭৮৩ জন, রাজশাহীতে ২৭ হাজার ১০৮ জন, রংপুরে নিয়েছেন ১৯ হাজার ৭৫৯ জন, খুলনায় ২৮ হাজার ৪৩৬ জন, সিলেটে ১২ হাজার ৭২৫ জন এবং বরিশালে টিকা নিয়েছেন ১৩ হাজার ১৪৬ জন।শুরুর পর থেকে মোট নয়দিনে দেশে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন। এরমধ্যে ঢাকা বিভাগে নিয়েছেন চার লাখ ৪৫ হাজার ৪৬৯ জন। 

এরমধ্যে আবার ঢাকা মহানগরে দুই লাখ ১৩ হাজার ৪১৬ জন।এছাড়া এই নয়দিনে ময়মনসিংহে টিকা নিয়েছেন মোট ৭১ হাজার ৩৭৫ জন, চট্টগ্রামে নিয়েছেন তিন লাখ ৬৪ হাজার ৭৪২ জন, রাজশাহীতে এক লাখ ৮০ হাজার ৭৯১ জন, রংপুরে এক লাখ ৪৭ হাজার ২০৪ জন, খুলনায় এক লাখ ৮১ হাজার ৬২১ জন, সিলেটে এক লাখ ১৮ হাজার ৩৬১ জন এবং বরিশালে টিকা নিয়েছেন ৭৬ হাজার ৮০৫ জন।