দিনাজপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদ, দিনাজপুর পৌরসভার মেয়রসহ অন্যান্য সংগঠন।রবিবার সকাল ৯টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর নেতৃত্বে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের এসে শেষ হয়। 

পরে আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনসহ সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।এছাড়া শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগসহ সর্বস্তরের মানুষ। 

এছাড়াও দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর প্রেস ক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন স্কুল, কলেজ, ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়।অপরদিকে, কাহারোলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পহরে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।