ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পাওয়া বাংলাদেশ টেস্টে ধবলধোলাই হয়েছে। 

দুই হারেই দলের সেরা তারকা সাকিব আল হাসানকে পুরোপুরি না পাওয়ায় আক্ষেপ করেছেন মুমিনুলরা। তবে এই হার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন সাকিব আল হাসান। তার মতে, জয়-পরাজয় খেলারই অংশ।সোমবার উন্নয়ন সহযোগী সংস্থা 'ফ্রেন্ডশিপের' ক্যাম্পেইন 'ফ্রেন্ডস এন্ড হিরো'র উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন সাকিব। 

সুবিধা বঞ্চিত মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। রাজধানীর কাওরানবাজার বিএসইসি ভবনে 'ফ্রেন্ডস এন্ড হিরো'র ক্যাম্পেইন উদ্বোধন হয়।

সাকিব আল হাসান বলেন, 'ভেবেছিলাম ক্রিকেট নিয়ে কথা বলব না। তবু বলতে হচ্ছে। দেখুন, পরাজয় কখনই কাম্য নয়। তবে যেকোন খেলাতেই জয়-পরাজয় থাকবে; শুধু ক্রিকেটেই নয়। এটা নিয়ে তাই খুব বেশি ভাবার কিছু নেই। আর আমাদের খেলায় উন্নতি যে হয়নি, তাও না। 

সবকিছুতেই উন্নতি হয়েছে।এছাড়া 'ফ্রেন্ডস এন্ড হিরো' নিয়ে সাকিব বলেন, 'সুবিধা বঞ্চিত প্রান্তজনদের ভাগ্যোন্নয়ন নিয়ে কাজ করছে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপের মাঠ কর্মীরা করোনাকে ভয় না করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। 

এমন বীরদের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। জলবায়ু এবং অন্যান্য ঝুঁকির মুখে থাকা প্রান্তিক অঞ্চলে বসবাসকারীদের স্বাবলম্বী করতে বিশেই এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই।ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুমানা খান বলেন, 'কঠিন দিনে সামাজিক কাজ করতে গিয়ে বেসরকারী সংস্থার গুরুত্ব বেশি অনুভব করি। 

ফ্রেন্ডশিপের মূল লক্ষ্য- জীবন বাঁচানো, জলবায়ু অভিযোজন, দারিদ্র বিমোচন এবং প্রান্তিক মানুষের ক্ষমতায়ন। 

আমরা সম অধিকার নিশ্চিতের মাধ্যমে মানুষকে আত্মমর্যাদা ও আশা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।